বিজেপির জেলা সভাপতির সাথে কয়লা মাফিয়ার যোগ! অভিযোগ শাসকদলের
আমার কথা, অন্ডাল, ২ জুলাই:
ছবি দেখিয়ে বিজেপি জেলা সভাপতি দিলীপ দে-এর সাথে কয়লা মাফিয়া যোগের অভিযোগ তুললেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। অভিযোগ ভিত্তিহীন দাবি দিলীপ বাবুর।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায় রবিবার সমাজ মাধ্যমে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে-এর সাথে এক কয়লা মাফিয়ার ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে সরব হন। প্রমাণস্বরূপ তুলে ধরেন একটি ছবিও। দেখা যায় ছবিতে দিলীপবাবুর সাথে রয়েছেন এক ব্যক্তি। সুজিতবাবু দাবি করেন ওই ব্যক্তির নাম কৃষ্ণপ্রসাদ, আসানসোলের বাসিন্দা। তিনি অবৈধ কয়লা কারবারের সাথে যুক্ত। ওই ব্যক্তির সাথে দিলীপবাবু একান্তে কি আলোচনা করছিলেন! কি উদ্দেশ্যে তার সাথে দেখা করেন সেই বিষয়েও প্রশ্ন তোলেন সুজিত বাবু। সেই সাথে তিনি দাবি করেন এই ছবি প্রমাণ করে কয়লা মাফিয়াদের সাথে যোগ রয়েছে বিজেপি দলের।
তৃণমূল ব্লক সভাপতি-র অভিযোগ অস্বীকার করে দিলীপবাবু জানান এটা অবান্তর অভিযোগ। যার সাথে ছবি দেখিয়ে আমার বিরুদ্ধে কয়লা মাফিয়া যোগের অভিযোগ করছেন, তার নাম কৃষ্ণপ্রসাদ। সে আমাদের দলের প্রাথমিক সদস্য। দলের সদস্যদের সাথে দেখা করা, অথবা তাদের সাথে ছবি তোলা কি অন্যায় কাজ? পাল্টা প্রশ্ন করেন দিলীপবাবু। পাশাপাশি তিনি বলেন কৃষ্ণপ্রসাদ কয়লা মাফিয়া হলে তার তো জেলে থাকার কথা। রাজ্য পুলিশ কি করছে ? কেন তার নামে তৃণমূল নেতারা অভিযোগ দায়ের করছেন না। আসলে তৃণমূলের মাথা থেকে লেজ, সবাই দুর্নীতিগ্রস্ত! তাই অন্যদের সম্পর্কে না জেনে না বুঝে তারা অন্যদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন।
কে এই কৃষ্ণপ্রসাদ ? খোঁজ নিয়ে জানা যায় তিনি আসানসোলের বাসিন্দা । ফোনে যোগাযোগ করা হলে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে দাবি করেন তিনি । তৃণমূল ব্লক সভাপতি-র অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন যিনি অভিযোগ করেছেন তাকে আমি চিনি না, জানিও না । তবে এলাকায় আমার সম্পর্কে খোঁজ করলেই জানতে পারবেন আমি মাফিয়া না ব্যবসায়ী।