রানীগঞ্জে কয়লার চাঙড় ভেঙ্গে খনিকর্মীর মৃত্যু, উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৮ ফেব্রুয়ারীঃ
রানীগঞ্জের নিমচা ফাড়ি এলাকার সাত গ্রাম এরিয়া অন্তর্গত জে কে নগর প্রজেক্ট কোলিয়ারি এলাকায় বৃহস্পতিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ কয়লাখনি গহবরে চাল ধসে মৃত্যু হল বছর ৪৫ এর ডাবলু হাঁড়ির। এদিন তিনি কয়লাখনির অভ্যন্তরে কয়লা স্তরের ঝালাইয়ের কাজ করছিল সে সময়ই হঠাৎ কয়লার চাঙ্গর ধসে ঘটে এই ঘটনা। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা বিষয়টি লক্ষ্য করে খনি আধিকারিকদের খবর দিলে তারা জানতে পারে বিষয়টি। এই খবর চাউড় হওয়ার পর পর উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইসিএল নিরাপত্তারক্ষী ও রানীগঞ্জ থানার, নিমচা ফাঁড়ির পুলিশ। এদিন শ্রমিক সংগঠনের সদস্যরা দাবি করে ওই শ্রমিকের পোষ্যদের উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করতে হবে ইসিএল কর্তৃপক্ষ কে। আর এই ঘটনা কার গাফিলতির জেরে হয়েছে তা খোঁজ করে দোষী ব্যক্তিদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা। খনি সংগঠনের নেতৃত্ব ও স্থানীয়দের দাবি কয়লা খনি কর্তৃপক্ষের একশ্রেণীর আধিকারিকদের গাফিলতির কারণে ঘটেছে এই ঘটনা।