কয়লা পাচার কান্ড : ফের পিছলো মামলার চার্জ গঠনের দিন
আমার কথা, আসানসোল, ৩ জুলাইঃ
বুধবারও হলো না কয়লা পাচার মামলার বিচার প্রক্রিয়ার চার্জ গঠন। এদিন আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই । আগামী ৯ আগস্ট মামলাটি ফের শোনা হবে বলে জানান বিচারপতি।
২০২০ সালের নভেম্বর মাসে এফআইআর দায়ের করে অবৈধ কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে অভিযুক্ত হিসাবে রয়েছে ৫০ জনের নাম। ৫০ জনের মধ্যে কয়লা কারবারীদের সাথে রয়েছে ইসিএল সংস্থার একাধিক আধিকারিকের নামও। অভিযুক্তদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে রয়েছেন বর্তমানে জামিনে মুক্ত। আগের শুনানিতে ৩-রা জুলাই তারিখে সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশের পাশাপাশি মামলার চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী। অন্য অভিযুক্তরা বুধবার আদালতে হাজির হলেও অনুপস্থিত ছিল তারকেশ্বর মন্ডল, মোহাম্মদ শাকিল সহ অন্য এক ফেরার অভিযুক্ত । তিন অভিযুক্ত উপস্থিত না থাকার ফলেই এদিন চার্জ গঠন হয়নি বলে আদালত সূত্রে খবর। আগামী ৯-ই আগস্ট ফের মামলাটির শুনানি হবে বলে জানান বিচারপতি রাজেশ চক্রবর্তী।