মনোনয়ন কেন্দ্রের বাইরে জিতেন তিওয়ারিকে কয়লা চোর শ্লোগান, উত্তেজনা
আমার কথা, পান্ডবেশ্বর, ১৪ জুন:
জিতেন্দ্র তিওয়ারিকে কয়লা চোর কটুক্তি তৃণমূল সমর্থকদের। পাল্টা দিলেন জিতেন্দ্রও। ছড়ালো উত্তেজনা। বুধবার পাণ্ডবেশ্বর বিডিও অফিস চত্বরের ঘটনা।
বুধবার জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে মনোনয়ন জমা করতে পাণ্ডবেশ্বর বিডিও অফিসে আসেন বিজেপি সমর্থক ও প্রার্থীরা। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বিডিও অফিস মোড় থেকে তারা মিছিল করে মনোনয়ন কেন্দ্রে আসেন। বিডিও অফিসের বাইরে আগে থেকেই জমায়েত ছিল তৃণমূল সমর্থকদের। সেখান থেকে জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে কয়েকজন তৃণমূল সমর্থক কয়লা চোর, কয়লা চোর বলে স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি ঘিরে মুহূর্তে সেখানে উত্তেজনা তৈরি হয়। যারা জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিল পুলিশ এসে দ্রুত তাদের সরিয়ে দেয়। এরপর বিজেপি প্রার্থীরা বিডিও অফিসের ভিতর গিয়ে মনোনয়ন দাখিল করেন।
কটুক্তির কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল সভাপতি নরোত্তম মন্ডল জানান তৃণমূলের কোন সমর্থক এ কাজ করেনি। যারা স্লোগান দিচ্ছিল তারা তৃণমূলের কেউ নয়।
জিতেন তিওয়ারি পাল্টা বলেন দু’বছর পর ওরা তাদের বাবাকে দেখছে তাই উত্তেজিত হয়ে উঠেছে। আগে আমি এখানকার বিধায়ক ছিলাম, আমি ওদের সবার বাবা। অনেকদিন পর ওরা বাবাকে দেখছে তাই সাময়িক উত্তেজিত হয়ে উঠেছিল। পাণ্ডবেশ্বরের পর এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুর-ফরিদপুর ব্লক ও অন্ডাল ব্লক কার্যালয়ে যান দলীয় কর্মীদের মনোনয়ন তদারকি করতে। অন্ডালে সংবাদ মাধ্যমের একাংশের কাছে তিনি বলেন তৃণমূল যদি এবার ভোট লুট করতে আসে তাহলে পাল্টা প্রতিরোধ হবে। যা ঔষুধ প্রয়োগ করব তাতে তৃণমূলের গুন্ডাদের ঘুম উবে যাবে।