কোকওভেন থানার পুলিশের জালে দুই বাইক চোর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬জুনঃ
গোপন সুত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতিকে আটক করে তাদের জেরা করে চুরি যাওয়া বাইক উদ্ধার করল দূর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বাইকটি চুরি গিয়েছিল। চুরির খবর কোকওভেন থানায় দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাইক ও বাইক চোরের খোঁজ শুরু করে। এরপর গোপন সুত্রে খবর পেয়ে ১১তারিখ রাতে আসানসোলের নিয়ামতপুর থেকে ইমরান সেখ(২৪) ও অসীম সেখ(২৩) নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এরপর তাদের জেরা করা হয়। জেরায় ধৃত দুজন বাইক চুরির বিষয়টি স্বীকার করে নেয়। তথ্য অনুযায়ী বুধবার বাইকটি উদ্ধার হয় নিয়ামতপুর থেকে।
কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে জানান, ধৃত দুই যুবক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুরের বাসিন্দা। পেশায় তারা রাজমিস্ত্রি। কর্মসুত্রে নিয়ামতপুরে থাকছিল। এই তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সহযোগিতা করে। ধৃতদের আজ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের জেরা করে এও জানার চেষ্টা চলছে যে তারা এরকম আরো কোনো ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা।