লাউদোহায় জলের দাবিতে কোলিয়ারির পরিবহন আটকে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৬মার্চঃ
পানীয় জলের দাবিতে রাস্তায় ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখালো লাউদোহার মাঝিপাড়ার বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ প্রায় দুমাস ধরে এলাকায় পাওয়া যাচ্ছে না পানীয় জল। ইসিএলের পক্ষথেকে এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। দু’মাস ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে অজানা কারণে। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের । শুক্রবার সকাল ১০-১২ টা পর্যন্ত ইসিএলের ঝাঁঝরা এরিয়ার সমস্ত পরিবহন আটকে রাখে বিক্ষোভকারীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ। স্বাভাবিক হয় ইসিএলে-র কয়লা পরিবহন।