দুর্গাপুর সীমান্তবর্তী এলাকায় চলছে চিরুনী তল্লাশী, শুরু হল নাকা চেকিং
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩১মার্চঃ
সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় ভোত আর ওই দিনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কাঁকসায় শুরু হলো নাকা চেকিং। একদিকে কাঁকসার শিবপুর অজয় নদের ঘাট এলাকায় অপর দিকে কাঁকসার বসুধায় জোর কদমে চলছে নাকা চেকিং। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সকাল থেকেই বীরভূম থেকে বর্ধমান ঢোকার দুটি রাস্তার একটি মুচিপাড়া শিবপুর রোডে ও অপরটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে সমস্ত ছোট গাড়ি ও মোটর সাইকেল দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালাচ্ছেন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় যাতে কোনো রকম ভাবে দুষ্কৃতকারীরা প্রবেশ না করতে পারে সেই জন্যই পুলিশের নাকা চেকিং বলে পুলিশ সূত্রে জানা গেছে।