‘করোনা’ প্রতিরোধ ব্যবস্থার নিরীক্ষণে বেনাচিতি বাজার পরিদর্শণে পুলিশ কমিশনার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ
করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যে লকডাউন পরিস্থিতি যাতে সর্বত্র ঠিকঠাক পালন করা হয় তার জন্য অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। নিজেদের প্রাণের ভয়কে উপেক্ষা করেও তাঁরা পথে ঘাটে সর্বত্র নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। এদিকে এই লকডাউনের সুযোগ নিয়ে চড়া দামে কিংবা কালোবাজারীতে মেতেছেন কতিপয় অসাধু ব্যবসায়ীরা। এদের এই অসাধুতার জন্য যাতে সাধারন আম্নুষকে হয়রানির মধ্যে পড়তে না হয় সেদিকেও নজরদারি চালাতে দেখা যাচ্ছে পুলিশকে। আজ এরকমই নজরদারি করতে দেক্ষা গেল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে। দুর্গাপুরের পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে বেনাচিতি বাজার পরিদর্শণ করেন তিনি। এই পরিদর্শণের মূল উদ্দেশ্যই ছিল বাজারে খাদ্য সামগ্রীর যোগান যাতে ঠিকঠাক থাকে সাথে করোনার সংক্রমণ এড়াতে সতর্কতামূলক সামাজিক দুরত্ব যাতে মানুষজন বজায় রাখে সেই বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে যান তিনি। পাশাপাশি তিনি আরো জানান যে, ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে পুলিশ নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে আর সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা হচ্ছে যাতে সাধারন মানুষ কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই দুটি বিষয়ে পুলিশ আরো কড়া ভাবে নজরদারি শুরু করবে বলেও তিনি জানান। এদিন তিনি দুর্গাপুরবাসীদের উদ্দ্যেশে এই বার্তাও দেন যে, সরকার করোনা ভাইরাস প্রতিরোধে যে সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলতে আবেদন করেছে সেগুলো নিজেদের স্বার্থে যেন তাঁরা অবশ্যই পালন করেন।