“বর্তমানে দেশে জিনিপত্রের দাম নিয়ন্ত্রণেই আছে”- উখরায় দিলীপ ঘোষ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯ এপ্রিলঃ
শনিবার উখরায় প্রার্থী কে সাথে নিয়ে ভোট প্রচার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রচার শুরুর আগে তিনি সন্ন্যাসীকালী তলায় পুজো দিলেন।
১২-ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার । নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারে সামিল হচ্ছেন দলের হেভিওয়েট নেতা ও তারকারা। শনিবার উখরায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এর সমর্থনে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পল সহ অন্যরা । এদিন প্রচার শুরুর আগে মিত্রা পল ও দীলিপবাবু উখরা পুরাতন সন্ন্যাসীকালী তলায় পুজো দেন। পুজো শেষে সেখান থেকেই শুরু হয় রোড শো। পুরাতন হাটতলা, স্কুল মোড় হয়ে বাজপাই মোড়ে শেষ হয় রোড শো।
এদিন দিলীপ বাবু বললেন তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে । প্রচারে বাধা দিচ্ছে। ভয় দেখাচ্ছে ভোটারদের। আমরা এর বিরুদ্ধে লড়ছি। ভোটারদের কাছে যাচ্ছি। ফলাফল সম্পর্কে তিনি বলেন ভোট গণনার পরেই উত্তর পাবেন এর।
মধ্যপ্রদেশে সাংবাদিক নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন আমরা সাংবাদিকদের উপর এই ঘটনার সমর্থন করি না। পশ্চিমবাংলাতেও সাংবাদিকদের উপর আক্রমণ হয় ক্যামেরা ভাঙ্গা হয়। তারাই আবার মধ্যপ্রদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে।
মূল্য বৃদ্ধি প্রসঙ্গে দীলিপবাবু বলেন দেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেই আছে। শ্রীলংকা, পাকিস্তানে জিনিসপত্রের দাম অনেক বেশি। এদিন উখরায় ভোট প্রচারের পাশাপাশি দীলিপবাবু দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকাতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন ।