ইসিএলের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করল সংস্থা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩ ফেব্রুয়ারীঃ
খান্দরা কলেজের বিপরীতে অবৈধভাবে দখল করে নেওয়ার জমি পুনরুদ্ধার করলো খনি সংস্থা। বুধবার সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিক ও নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে লাগিয়ে দেওয়া হয় সংস্থার বোর্ড।
ঘটনা সুত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে অন্ডাল-উখরা রোডের খান্দরা কলেজ এর বিপরীতে জমি প্লটের কাজ চলছে। বেশকিছু ফাঁকা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা, এমনকি মোরাম ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে। এখানেই রয়েছে ইসিএলের বাকোলা এরিয়ার খান্দরা কোলিয়ারির প্রায় ৫৩ একর জমি। সংস্থার জমির একাংশ দখল করে সেখানেও চলছিল প্লটিং-এর কাজ। বিষয়টি সামনে আসতেই জমি উদ্ধারে তৎপর হয় সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকেরা। জমি পুনরুদ্ধার এর জন্য তারা লিখিত অভিযোগ করেন উখরা পুলিশ আউটপোস্টে। বুধবার ঘটনাস্থলে যান সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকরা। ছিলেন খান্দরা কোলিয়ারির এজেন্ট অসীম কুমার মন্ডল, এরিয়া (বাকোলা) পার্সোনাল ম্যানেজার হীরক সরকার, সংস্থার সার্ভে ডিপার্টমেন্টের লোকজনেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের সাথে ছিলেন কোলিয়ারির নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ জওয়ানেরা। এদিন সংস্থার জমির উপর অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হয় জেসিপি মেসিন দিয়ে। পরে সেখানে লাগিয়ে দেওয়া হয় সংস্থার নামাঙ্কিত বোর্ড। খান্দরা কোলিয়ারির এজেন্ট অসীম কুমার মন্ডল জানান জমি দখলের অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নেওয়া হয়েছে । দখলকারীদের বিরুদ্ধে ও অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।