দুর্গাপুর আদালতের দৃষ্টান্তমূলক রায়, মৃত জওয়ানের পরিবারকে ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ
আমার কথা, দুর্গাপুর, ৯সেপ্টেম্বর:
পথ দুর্ঘটনায় মৃত জওয়ানের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এককালীন ৭৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারপতি। অভিযুক্ত গাড়ির বীমা কোম্পানীকে আগামী এক মাসের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দেন মহামান্য আদালত।
প্রসঙ্গত: ২০১৭ সালের নভেম্বর মাসে ৭ নং ব্যাটেলিয়ান হেড কোয়ার্টার কল্যাণপুর যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুজনের। তার মধ্যে একজন ছিলেন জওয়ান বিকি কাছারী ও একজন সাধারন ব্যাক্তি দেবাশিষ মল্লিক। মৃত জওয়ানের পরিবার দুর্গাপুর লোক আদালতে ক্ষতিপূরণের আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে আজ শনিবার জাতীয় লোক আদালতে দৃষ্টান্তমূলক রায় দান করেন বিচারপতির বেঞ্চে। তার বিকি কাছারীর পরিবারকে ৭৫ লক্ষ টাকা ও দেবাশিষ মল্লিকের পরিবারকে ৩০ লক্ষ টাকা অর্থাৎ মোট ১ কোটি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষের আইনজীবি আয়ুব আনসারী বলেন, ক্ষতিপূরণের রাশি কখনই মৃত ব্যাক্তির অভাব পূরণ করতে পারে না। কিন্তু উক্ত ব্যাক্তির অনুপস্থিতিতে সম্ভাব্য আর্থিক সহায়তা করে পারিবারিক স্বচ্ছলতা আনতে সাহায্য করে যা খুবই প্রাসঙ্গিকতার দাবি রাখে।