রাস্তা নির্মাণে বেনিয়মের অভিযোগ, স্থানীয়দের আপত্তিতে শুরু করা গেল না কাজ
আমার কথা, অন্ডাল, ৯ জানুয়ারীঃ
রাস্তা নির্মাণে পঞ্চায়েতের বিরুদ্ধে উঠলো অনিয়মের অভিযোগ। বৃহস্পতিবার কাজ শুরু করতে তোড়জোড় শুরু করেছিল ঠিকাদারের লোকজনেরা। কিন্তু স্থানীয়দের একাংশের আপত্তিতে এদিন কাজ স্থগিত হয়ে যায়। সবার সাথে কথা বলে কাজ শুরু করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান।
অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি কুচিবেরা এলাকায় রাস্তার নির্মাণ নিয়ে উঠল বেনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ গোটা রাস্তাটি সম্পূর্ণ না করে রাস্তার একাংশ নির্মাণ করা হবে বলে তারা জানতে পেরেছেন। এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে ওই এলাকার বাসিন্দাদের একাংশ। স্থানীয় বাসিন্দা রাজু রাম কবিতা পাণ্ডে রা জানান কাজটির ওয়ার্ক অর্ডারে উল্লেখ রয়েছে কাজটি হওয়ার কথা ওই পাড়ার বিশ্বনাথ বাউরির বাড়ি থেকে মঙ্গল হেমব্রমের বাড়ি পর্যন্ত। ১৪৮ ফুট ঢালাই রাস্তাটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ৯৯,৯৭৫ টাকা। কবিতা পাণ্ডে বলেন রাস্তাটির সামনের অংশ নির্মাণ হবে পেছনের অংশটি কাঁচা থাকবে বলে জানা যায়। এরকম হলে বর্ষাকালে পেছনের অংশে থাকা গরীব মানুষের মাটির বাড়িগুলি ভেসে যাবে আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। ওয়ার্ক অর্ডারে যতটা রাস্তা নির্মাণের কথা উল্লেখ রয়েছে সম্পূর্ণ ততটাই কাজ করতে হবে বলে দাবি জানান তিনি। মঙ্গলবার বিষয়টি জানিয়ে অন্ডালের বিডিও ও মহাকুমা শাসকের কাছে গণ স্বাক্ষর করে স্মারকলিপি দেয় বাসিন্দাদের একাংশ।
বৃহস্পতিবার সকালে রাস্তাটির ঢালাইয়ের কাজ শুরু করতে আসে ঠিকাদারের লোকজন। এই খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয় বাসিন্দারা। ওয়ার্ক অর্ডার অনুযায়ী গোটা রাস্তাটি একসাথে নির্মাণ করলে কাজ করতে দেওয়া হবে, তা না হলে রাস্তা যেমন আছে তেমন থাক বলে দাবি করেন তারা। উত্তেজনা বাড়াই ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের আপত্তিতে শেষ পর্যন্ত এদিন কাজ স্থগিত হয়ে যায়। পঞ্চায়েত প্রধান অপর্না বাদ্যকর বলেন বরাদ্দ টাকায় সম্পূর্ণ রাস্তা একসাথে নির্মাণ সম্ভব নয়। টাকা বরাদ্দ হলে পরে বাকি অংশ নির্মাণ করা হবে। এস্টিমেট ও ওয়াক অর্ডারে ত্রুটির কারণেই ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে, সবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।