সরকারী নির্দেশ অমান্যের অভিযোগ উখড়া আদর্শ হিন্দি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখড়া), ২ মার্চঃ
উখড়া আদর্শ হিন্দি হাইস্কুলে নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তি না নেওয়া নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল স্কুলের প্রধান শিক্ষক প্রবীন কুমার সিং ও ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন এর মধ্যে। সুলতান বাবু-র অভিযোগ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নিচ্ছেন না স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষার অধিকার আইনে ইচ্ছুক সমস্ত পড়ুয়াকে ভর্তি নিতে বাধ্য স্কুল। প্রধান শিক্ষক সেই আইন অমান্য করছেন। তিনি জানান বিষয়টি লিখিত আকারে ৭-ই ফেব্রুয়ারি অভিযোগ জানানো হয় জেলা স্কুল পরিদর্শক আধিকারিক-কে। ৯-ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দপ্তরের দু’জন আধিকারিক স্কুলে আসেন অভিযোগের সত্যতা যাচাই করতে। তারপর ঐ মাসের ২২ তারিখ জেলা স্কুল পরিদর্শক আধিকারিক ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়ার নির্দেশ দেন প্রধান শিক্ষককে। সেইমতো ২৬ তারিখ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক সেই নির্দেশ কার্যকর করছেন না বলে অভিযোগ সুলতান বাবু-র। বুধবার ভর্তি করার জন্য পড়ুয়াদের স্কুলে নিয়ে আসেন অভিভাবকেরা। সাথে আসেন সভাপতি সুলতান সালাউদ্দিন সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরাও। এদিন প্রধান শিক্ষক স্কুলে গরহাজির ছিলেন। স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দীপক কুমার শর্মা জানান স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার রয়েছ । তার প্রস্তুতি চলছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৬-ই মার্চ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এদিনও ভর্তি না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও অন্যরা। শিক্ষকদের আটকে স্কুল চত্বরে ধর্ণায় বসে পড়েন পরিচালন সমিতির সভাপতি সহ অন্য সদস্যরা।