খনি অঞ্চলে নকশাল নেতার স্মরণ সভা
আমার কথা, পান্ডবেশ্বর, ২৯ ডিসেম্বর:
শুক্রবার বিকালে কেন্দ্রা হাটতলা চত্বরে আয়োজিত হল প্রয়াত নকশাল নেতা সুনীল পালের স্মরণ সভা। এদিনের স্মরণ সভাতে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিপিআইএমএল (পিআরসি) সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা ছাড়াও বিভিন্ন নকশাল গোষ্ঠীর রাজ্য ও কেন্দ্রীয় প্রতিনিধিরা। সুনীল পালের প্রকৃতিতে মাল্যদান করে এদিন স্মরণ সভাটির সূচনা হয়।
উল্লেখ্য সুনীল পাল ছিলেন সিপিআইএমএল (পিআরসি) সংগঠনের নেতা। ২০০৯ সালের ২৯শে ডিসেম্বর সন্ধ্যা বেলায় হরিপুর বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে সহকর্মীদের সাথে বসে থাকার সময় দুষ্কৃতীদের গুলিতে তিনি নিহত হন। দুষ্কৃতীদের গ্রেপ্তার ও সাজার দাবিতে সেই সময় সরব হন দলীয় কর্মী সমর্থকেরা। বর্তমানে সুনীল পাল হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।