প্রয়াত নকশাল নেতার স্মরণে
আমার কথা, পান্ডবেশ্বর, ৮ জানুয়ারি:
প্রয়াত নকশাল নেতার স্মরণ সভা ।
সোমবার কেন্দ্রা-তে পালিত হল প্রয়াত নকশাল নেতা গণেশ পালের স্মরণ সভা। এদিন দুপুরবেলায় প্রয়াত নেতার প্রতিকৃতি নিয়ে কেন্দ্রা গ্রাম থেকে হাটতলা পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে হাটতলাতে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন নকশাল নেতা শৈলেন ভট্টাচার্য (ক্যাপ্টেন দা ), শৈলেন মিশ্র, অলোক মুখার্জি সহ অন্যরা।
উল্লেখ্য, গনেশ পাল ছিলেন নকশাল পন্থী সংগঠন পিসিসি সিপিআইএমএল-এর নেতা। ২০০৩ সালের ৮-ই জানুয়ারি কেন্দ্রা গ্রামের হাটতলাতে দলীয় কার্যালয়ের বাইরে দুষ্কৃতীদের গুলিতে তার মৃত্যু হয়। দলের পক্ষ থেকে নেতাকে খুনের মামলা করা হয়। মামলাটি বর্তমানে রয়েছে দুর্গাপুর মহকুমা ফাস্ট ট্র্যাক কোটে বিচারাধীন অবস্থায়।