নিজের ভোট নিজেই নিশ্চিত করুন- দুর্গাপুরে শুরু হল তারই পরীক্ষা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬এপ্রিলঃ
নির্বাচনকে আরো স্বচ্ছ করতে এবার একশো শতাংশ বুথেই ভিভিপ্যাড মেশিন বসছে, এরকমই সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশনের। এতে ভোটাররা দেখতে পাবেন তাঁর ভোট ঠিক জায়গায় পড়লো কিনা। শুক্রবার দুর্গাপুরের পলাশডিহাতে বেসরকারী এক আইন কলেজে এই ভিভিপ্যাড মেশিনের কমিশনিংয়ের কাজ শুরু হলো। সকাল নটা থেকে সব ক’টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই কাজ শুরু করল কমিশনের আধিকারিকরা। একই সাথে মেশিন পরীক্ষার জন্য হলো মক পোলও। একহাজার মক পল হলো এইদিন। দুর্গাপুর পূর্ব (২৭৬)বিধানসভা কেন্দ্রের সাড়ে তিনশো বুথের মক পোল হলো শুক্রবার।
সিপিআইএম ও তৃণমূল নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে বিজেপি দুই দলকে কটাক্ষ করে বলে এরপর তো এদের হার নিশ্চিত। কিন্তু হারের পরও এরা নির্বাচন কমিশনকে হারের জন্য দায়ী করবে।
দুর্গাপুরে এই মক পোল হয়ে যাওয়ার পর ভিভি প্যাড মেশিন সিল হয়ে যাবে, চলে যাবে দুর্গাপুর পূর্ব, পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভাতে। এদিন দুর্গাপুর পূর্বের হলো, এরপর ধাপে ধাপে আগামী কাল অর্থাৎ শনিবার থেকে বাকি বিধানসভা কেন্দ্রগুলির জন্য ভিভি প্যাড মেশিন পরীক্ষা হবে।