কৃষক হত্যার প্রতিবাদের মাঝে দুর্গাপুরে পুলিশের সাথে বচসা কংগ্রেসের জেলা সভাপতির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ অক্টোবরঃ
ফফ-
কৃষি আইন বাতিলের দাবিতে রবিবা উত্তরপ্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে তার গাড়ি দিয়ে তিনজন কৃষককে পিষে ও গুলি করে হত্যার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকরা। টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। এই বিক্ষোভ কর্মসূচী চলাকালীন সেখানে উপস্থিত পুলিশদের মধ্যে একজন পুলিশকর্মী একজন কংগ্রেস কর্মীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন কংগ্রেসের জেলা সভাপতি।
দেবেশ চক্রবর্তী বলেন উত্তরপ্রদেশে মন্ত্রীর ছেলে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাদের হত্যা করে কৃষকদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। তার তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিবাদ তারা করলেন। সারা দেশের পাশাপাশি আজ তারা দুর্গাপুরেও পথে নেমেছেন। একই সাথে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ তারও প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস কর্মীরা।
উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আগামী দিনে দেশ জুড়ে তীব্র আন্দোলনের পাশাপাশি দুর্গাপুর শহরেও তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন দেবেশবাবু।