কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরোধিতায় অন্ডালে ট্রাক্টর নিয়ে প্রতিবাদ কংগ্রেসের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৬ডিসেম্বরঃ
কেন্দ্র সরকারের নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বাইক ট্রাক্টর নিয়ে মিছিল করে প্রতিবাদ দেখালো জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।
রবিবার সকালে অন্ডাল ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি করা হয়। অন্ডাল মোড় থেকে বাইক, ট্রাক্টর নিয়ে মিছিলটি শুরু হয়ে শেষ হয় অন্ডাল হিন্দি হাই স্কুল মোড়ে। মিছিলে প্রায় দু’শ কংগ্রেস কর্মী সমর্থক যোগ দেন বলে দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। নিজে ট্রাক্টর চালিয়ে মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। সাথে উপস্থিত ছিলেন রবীন মিশ্র, প্রশান্ত পান্ডা সহ অন্যান্য কংগ্রেস নেতারাও।
মিছিল শেষে দেবেশবাবু জানান কেন্দ্রের নয়া কৃষি বিল কৃষক স্বার্থের পরিপন্থী। এই বিল কার্যকর হলে ধ্বংস হবে কৃষক ও কৃষি উভয়ই, আর লাভবান হবে পুঁজিপতিরা। কর্পোরেট সংস্থাগুলির মুনাফার স্বার্থেই কেন্দ্রের বিজেপি সরকার এই বিল এনেছে বলে অভিযোগ করেন দেবেশবাবু। তিনি বলেন আতঙ্কে কৃষকরা আজ মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস তাদের পাশে রয়েছে। সেই বার্তা দিতেই আজকের মিছিল বলে জানান দেবেশবাবু।