বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ঠিকা কর্মীর

আমার কথা, বুদবুদ,১২ মার্চ:
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বুদবুদের সুকডাল মোড়ের কাছে।মৃতের নাম সোমনাথ ঘোষ, বয়স আনুমানিক ২৮ বছর।মৃতের বাড়ি গলসির শিল্লা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমনাথ বাবু এদিন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুদবুদের সুকডাল মোড়ে রাস্তার ধারে লাগানো হাইমাস্ক লাইটটি যা দীর্ঘদিন ধরে বিকল ছিল, সেটি মেরামত করার জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠেন। জানা গিয়েছে ওই বিদ্যুতের খুঁটিতে দুটি ট্রান্সফর্মারের কানেকশন করা ছিল। ফলে একদিকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও অন্যদিকের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করার কারণে সেই বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় ছিটকে নীচে পরে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোমনাথ বাবুর। স্থানীয়রা ছুটে গিয়ে পুলিশকে খবর দিলে বুদবুদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি একটি ঠিকা সংস্থার অধীনে কাজ করতেন।