খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু ঠিকা শ্রমিকের, জখম আরো ২
আমার কথা, লাউদোহা, ২৪ আগস্ট:
নিবার ভোররাতে ইসিএল এর ঝাঁঝরা এরিয়ার ৩-৪ ইনক্লাইনে কাজ চলার সময় হঠাৎই খনির নিচে কয়লার চাল (কাঁথি) পড়ে যায়। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল। চাল ভেঙ্গে পড়ায় তার নিচে চাপা পড়ে তিনজন শ্রমিক। এরমধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মল ভূঁইয়া (১৯) নামে একজনের । গুরুতর জখম হন অন্য দুজন শ্রমিক। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। মৃত ও আহত সকলেই ঠিকা শ্রমিক হিসাবে একটি কোম্পানির অধীন কাজ করতেন। ঘটনাটি ঘিরে কোলিয়ারি চত্বরে চাঞ্চল্য ও উত্তেজনা ছাড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। খবর পেয়ে সেখানে আসেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। নরেন্দ্রনাথ বাবু জানান কোলিয়ারি কর্তৃপক্ষ ও ঠিকাদারের গাফিলতিতেই দু’জন আহত ও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের আর্থিক ও অন্যান্য ক্ষতিপূরণের দাবিতে জানান শ্রমিক সংগঠনগুলি। আধিকারিক সাথে শ্রমিক সংগঠনগুলির দীর্ঘ বৈঠক চলে সেখানে বিধায়ক ও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধায়ক নরেন্দ্রনাথ বাবু জানান মৃত শ্রমিকের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বেসরকারি ঠিকা সংস্থাটি। সেই সাথে শবদাহ করার জন্য ইসিএল দেবে তিন লক্ষ টাকা। একজন নিকট আত্মীয়কে ওই সংস্থা কাজের নিয়োগ করবে হবে বলে সিদ্ধান্ত হয়।