ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় জখম ঠিকা কর্মী
আমার কথা, দুর্গাপুর, ২৪ আগস্টঃ
ফের কারখানার ভিতর দুর্ঘটনা, আর এবারের ঘটনাস্থল হুইল এন্ড অ্যাক্সেল বিভাগ। শিকার হলেন এক ঠিকাকর্মী। সেখ ওয়াকার ইউনিস(৩০) নামে ওই ঠিকা কর্মী দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা। জখম কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল এন্ড অ্যাক্সেল প্ল্যান্ট বিভাগে যখন সকালে হুইল রঙ করছিলেন। ১০টা ৪৫ নাগাদ জিপ ক্রেন থেকে হুইল ছিঁড়ে সেখ ওয়াকার ইউনিসের পায়ের উপর পড়ে যায়। ঘটনার পরেই তড়িঘড়ি ওই কর্মীকে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও পরে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।।
এদিকে ঘটনার পিছনে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে অভিযোগ করছেন অন্যান্য কর্মীরা। তাঁদের অভিযোগ, কর্ত্ররপক্ষকে বহুবার বলা হয়েছে ওই স্থানে মোরাম ফেলতে। বিষয়টিতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তাঁরা জানান, হুইল যদি পড়েও যায় তাহলে মোরাম থাকলে তা গড়িয়ে যায় না। তাতে দুর্ঘটনার সম্ভাবনা থাকেন না বললেই চলে।