BREAKING NEWS: পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঠিকাদারের জন্মদিন পালন ঘিরে বিতর্ক
আমার কথা, অন্ডাল, ২১ জানুয়ারীঃ
পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন করা নিয়ে তৈরি হল বিতর্ক। অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের ঘটনা। কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দাই সরব হয়েছে বিরোধীরা।
কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি পুলিশ স্টেশনে তৃণমূলের এক নেতার জন্মদিন পালন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ঘটনার কারণে ওই পুলিশ আধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরো বেশ কিছু ঘটনার উদাহরণ রয়েছে। এবার একই চিত্র দেখা গেল অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে। সোমবার কার্যালয়ের ভিতর পালন করা হয় গৌতম সরকার নামে এক ঠিকাদারের জন্মদিন। কাটা হয় কেক, করা হয় মিষ্টিমুখ। জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল সহ অন্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ। ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছে তারা। ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিরোধীরাও। মঙ্গলবার বিজেপির জেলা নেতা শ্রীদীব চক্রবর্তী বলেন ব্যক্তি স্বার্থ আর কাটমানির কারণে দল, সরকার, ঠিকেদার সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজ্যে। এই ঘটনায় প্রমাণ হয় ঐ ঠিকাদারের সাথে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের গোপন যোগসাজশের রয়েছে।
কার্যালয়ের ভিতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে দু’রকম ভিন্ন বক্তব্য পাওয়া যায় পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানের। প্রধান মিনা কোলে বলেন সোমবার পঞ্চায়েতের সেক্রেটারির জন্মদিন ছিল। সহকর্মীরা তার জন্মদিনের ব্যবস্থা করেছিল। তার জন্য কেক কাটা হয়। তখন জানা যায় ঠিকাদার গৌতম সরকারেরও জন্মদিন আজ। পঞ্চায়েত কর্মীরা তাকে কেক খাওয়ান। অফিসের ভিতরে তার জন্মদিন পালন করা হয়নি বলে দাবি করেন মিনা দেবী। অন্যদিকে উপপ্রধান শরণ সাইগল বলেন গৌতম সরকার ঠিকাদার হলেও তিনি দলের পুরনো কর্মী। তাই পঞ্চায়েতের সেক্রেটারির সাথে গৌতম সরকারেরও জন্মদিন পালন করা হয়েছে। এটা বড় কোন ব্যাপার নয়। অযথা বিতর্ক করা হচ্ছে বলে জানান শরণ বাবু। সিপিআইএম নেতা প্রবীর মন্ডল বলেন বিভিন্ন সরকারি প্রকল্পে ওই ঠিকাদারের কাজের মান নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। সেই অভিযুক্ত ঠিকাদারের জন্মদিন পালন করা হচ্ছে পঞ্চায়েত অফিসের ভিতর প্রধান, উপপ্রধানের উদ্যোগে, এ থেকেই প্রমাণ হয় ডাল মে কুচ কালা হ্যায়।