দুর্গাপুরের এম.এ.এম.সি স্কুলে ভোটারদের মাস্ক বিতরন সংযুক্ত মোর্চার এজেন্টের, বিতর্ক
- আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
শুরু হয়ে গেল রাজ্য জুড়ে সপ্তম দফার ভোত। সকাল থেকেই ভোটাররা একে একে তাদের ভোটদান কেন্দ্রে যাচ্ছেন ভোত দিতে। বিভিন্ন বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের পাহারা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৭৬/১৩৬নম্বর এম. এ. এম. সি মডার্ন স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে বুথে ভোটারদের সংযুক্ত মোর্চার প্রার্থীর সিপিআইএমের বুথ এজেন্টকে মাস্ক ও স্যানিটাইজার দিতে দেখা যায়। এই ছবি ক্যামেরা বন্দী হতেই বিড়ম্বনায় প্রিজাইডিং অফিসার, বললেন জানতেন না তিনি। প্রায় এক ঘন্টা আগে ভোট শুরু হয়ে গেলেও আশা কর্মীরা ছিল না। পরে তাকে সরিয়ে দেওয়া হয়। মাস্ক, স্যানিটাইজার দিতে শুরু করে পুলিশ কর্মীরা।
অন্যদিকে দুর্গাপুর স্টেশনের কাছে ২৭৭নং দুর্গাপুর পশ্চিম বিধানসভার দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক স্কুলে ২৩১ নং বুথে সকাল থেকে ইভিএম যন্ত্র বিকল হয়ে হয়রানির মধ্যে পড়তে হয়েছে ভোটারদের।