দুর্গাপুরে বিজেপির কার্যালয় থেকে গ্যাস বিতরন, বিতর্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ ডিসেম্বরঃ
আজ শনিবার সকাল থেকে দুর্গাপুর বিজেপির শ্রমিক সংগঠনের কার্যালয় ৩১নম্বর বিদ্যাসাগর এভিনিউ থেকে প্রায় ১০০জন গ্রাহককে বিনামূল্যে গ্যাস দেওয়ার শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। যা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে সাধারণ মানুষকে পার্টি অফিসের ভিতরে ডেকে এনে রান্নার গ্যাস দিচ্ছে। যা বিজেপির দেউলিয়াপনার অন্যতম নিদর্শন।
ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষ্মণ ঘড়ুই জানান, স্থানীয় কাউন্সিলর মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিনামূল্যের গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু রাজনীতিকে প্রাধান্য দিয়ে সে কাজ করতে রাজী হয়নি তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলররা। তাই বাধ্য হয়ে বিজেপি কর্মীদের সক্রিয় হতে হয়েছে। জায়গার অপ্রতুলতার কারণে ট্রেড ইউনিয়নের অফিসকে বেছে নেওয়া হয়েছে। এর পেছনে রাজনীতি খোঁজা ঠিক নয়।