আউসগ্রামে মেলায় তৃণমূলের ‘খেলা হবে’ গানের সাথে অশ্লীল নাচকে ঘিরে বিতর্ক
আমার কথা, পূর্ব বর্ধমান(আউসগ্রাম), ২৮ফেব্রুয়ারীঃ
একটি মেলায় তৃণমূলের শ্লোগান “খেলা হবে খেলা হবে” গান চালিয়ে তাতে অশ্লীল পোশাক পড়ে উদ্যাম নাচকে ঘিরে তৈরী হল বিতর্ক। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ভাতকুন্ডায়। এই নাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। (বিঃদ্র-আমাদের সংবাদ মাধ্যম এই ভিডিও সত্যতা যাচাই করেনি)। তবে তৃণমূলের পক্ষ থেকে এই বিজেপির কারসাজি বলে দাবি করা হচ্ছে।
জানা গিয়েছে, ভাতকুন্ডা গ্রামে পীরবাবার একটি মেলা চলছে। অভিযোগ উঠছে ওই মেলায় শনিবার রাতভর তারস্বরে মাইক বাজিয়ে তৃণমূলের শ্লোগান “খেলা হবে” এর সাথে অশ্লীল পোশাকে অশ্লীল নাচ করা হয়। এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়। প্রশ্ন উঠছে ভাতকুন্ডায় আয়োজিত ওই মেলাটি কোনো রাজনৈতিক দলের দল। সাধারন মানুষের বিনোদনের জন্য এই মেলার আয়োজন। সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের গান বাজিয়ে তার সাথে এরকম অশ্লীল নাচ কি করে করতে পারে?
যদিও তৃণমূলের তরফে আউসগ্রাম ২নং ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, ভাতকুন্ডা গ্রামে মেলা চলছে এটা সঠিক, তবে যে অভিযোগ উঠছে সে বিষয়ে আমার জানা নেই। তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করতে পারে না। বিজেপি তৃনমূলকে বদনাম করার জন্য এসমস্ত করছে।