তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে বিতর্ক, প্রার্থীপদ বাতিলের দাবি
আমার কথা, অন্ডাল, ১ জুলাই:
অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ১১ নম্বর (গুলজারবাগ এলাকা ) আসনটি ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই আসনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অনিল কুমার বার্ণওয়াল। তার প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী আলম খান। সিপিএম প্রার্থীর অভিযোগ তৃণমূল প্রার্থী অনিল কুমার বার্ণওয়াল জাল শংসাপত্র দাখিল করে প্রার্থী হয়েছেন। তিনি আরও জানান সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জেনেছি “বার্ণওয়াল” পদবী সাধারণ ক্যাটাগরীর শ্রেণীভুক্ত। তারা ওবিসি নয়। দাখিল করা শংসাপত্রটি পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ৩০-শে জুন তৃণমূল প্রার্থীর প্রার্থী পথ বাতিল করার দাবি জানিয়ে দুর্গাপুরের মহাকুমা শাসক ও অন্ডালের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানান আলম বাবু।
এদিকে সিপিএম প্রার্থীর আপত্তিকে আমল দিতে নারাজ তৃণমূল প্রার্থী অনিল কুমার বার্ণওয়াল। তার দাবি “বার্নওয়াল” পদবী ওবিসি তালিকাভুক্ত। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৬ মাস আগে ওবিসি শংসাপত্র পেয়েছি। ভোটে পরাজয় নিশ্চিত জেনে সিপিএম প্রার্থী উল্টোপাল্টা অভিযোগ করছেন বলে দাবি করেন অনিল বাবু।