ঝুঁকি নিয়ে কাজ করেও করোনা ভাতা বন্ধ, প্রতিবাদে দুর্গাপুর নগর নিগম সংলগ্ন রাস্তা অবরোধ স্বাস্থ্যকর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ
সারা রাজ্য সহ পশ্চিম বর্ধমান জেলাতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যেও প্রাণের ঝুঁকি নয়ে কাজ করে চলেছেন দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গত জুলাই মাস থেকে তাঁরা করোনা ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ। সাথে তাদের ন্যূনতম বেতন দিতে হবে বলে দাবি করেন স্বাস্থ্যকর্মীরা। এরকম আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার দুর্গাপুর নগর নিগম সংলগ্ন চৌমাথায় পথ অবরোধ করেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা।
পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্যস্তরের নেত্রী কেকা পালের অভিযোগ, “আমরা দুর্গাপুরে প্রায় দুশো পঞ্চান্ন জন স্বাস্থ্যকর্মী যারা বাইশ থেকে চব্বিশ বছর ধরে কাজ করছি। আমাদের এক কথায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। আমাদের ভলান্টিয়ার বলা হচ্ছে অথচ আমাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। ২০১১ সালের পর থেকে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি স্থায়ী কর্মীর দ্বীকৃতি দেওয়া হোক, সাথে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ন্যূনতম বেতন দেওয়া হোক। অবসরকালীন ভাতা দিতে হবে সাথে সামাজিক সুরক্ষা দেওয়া হোক।”
প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছোয় সিটিসেন্তার ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ উঠে যায়। তবে অবরোধ তুলে নিলেও পরে বেশ কিছু সময়ের জন্য দুর্গাপুর নগর নিগমের সামনেও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।