খনি অঞ্চলে ফের করোনার থাবা, অন্ডালে করোনায় আক্রান্ত খনি শ্রমিক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২জুলাইঃ
ফের খনি অঞ্চলে করোনার থাবা। এক খনি শ্রমিকের করোনায় আক্রান্তের খবর চাউড় হতেই আতঙ্ক ছড়ালো অন্ডালের বহুলা নর্থ জামবাদ কোলিয়ারীতে। আক্রনাত ওই খনি শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নর্থ জামবাদ কোলিয়ারীতে ফিটার হেলপার হিসেবে কাজ করেন ওই শ্রমিক। সুত্রের খবর বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর উনপঞ্চাশের ওই খনি শ্রমিক। তাঁকে ইসিএলের কেন্দ্রীয় চিকিৎসালয় কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার লালাওরস সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্তের বিষয়টি পজিটিভ হওয়ার পরেই তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি ওই শ্রমিকের সংস্পর্শে আসা পাঁচজন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর ফলে ওই কোলিয়ারী এলাকা জুড়ে আতঙ্কের বাতাবরন তৈরি হয়েছে।
এ বিষয়ে এক ইসিএল আধিকারিক জানান যে, এই মহামারী এখন দেশজুড়ে চলছে। তাই আমরা প্রথম স্তর থেকেই কোলিয়ারি চত্বর সানিটাইজ করে চলেছি সাথে সকলকে মাস্ক প্রদান করেছি। করোনা আক্রান্ত শ্রমিকের সাথে কর্মরত শ্রমিকদেরকে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।