দুর্গাপুরে মেন হাসপাতালে আত্মঘাতী করোনা রোগী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২মেঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ওই কারখানারই অবসরপ্রাপ্ত এক কর্মী। বুধবার দুপুরে হাসপাতাল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার ওই হাসপাতালের করোনা বিভাগে ভর্তি হয়েছিলেন দীনেশ চন্দ্র ভৌমিক(৮১) নামে ওই ব্যাক্তি।
দুর্গাপুরের টাউনশিপের বি-জোনের এডিশন রোডের বাসিন্দা দীনেশবাবুকে এদিন দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তাঁর শয্যায় দেখতে না পেয়ে হাসপাতালের কর্তব্য্রত নার্স ও কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছু সময় পর তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দীনেশবাবুর পরিবারকে। এরপর হাসপাতালের তরফে পুলিশকে জানানো হলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছোয় হাসপাতালে। করোনা নিয়ে আতঙ্কের কারনেই সম্ভবতঃ এই আত্মহত্যা বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।