দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দফতরে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরো তিনজনের করোনার রিপোর্ট পজিটিভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ
দুর্গাপুর মহকুমা প্রশাসনের দফতরে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দুজন ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনা পজিটিভ ধরা পড়েছে। এবার এক সাথে আরো তিনজনের রিপোর্ট পজিটিভ আসায় এবার বেশ চিন্তিত ওই দপ্তরের অন্যান্য কর্মী থেকে শুরু করে আধিকারিকরা।
চলতি মাসের ২৬ তারিখে মহকুমা প্রশাসনের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়ে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি হন। আজ অর্থাৎ সোমবার পর্যন্ত্য মহকুমা প্রশাসনের দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশপাশি ওই দফতরে পঞ্চাশজন কর্মী ও আধিকারিকের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এরপরেই গত শনিবার আরো এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পজিটিভ আসে। ঘটনার খবর জানাজানি হতেই শহর দুর্গাপুরে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কে এবার ঘৃতাহুতি হল যখন জানা গেল আরো তিনজনের রিপোর্টেও করোনা পজিটিভ ধরা পড়েছে।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, যেভাবে একের পর এক রিপোর্ট পজিটিভ আসছে তাতে এই মুহূর্তে দফতর খোলা ঝুঁকির কাজ হবে। তাই এখনই দফতর খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামীকাল থেকে দফতরের যাবতীয় কাজকর্ম আধাকারিকরা তাদের বাড়িতে বসেই করবেন অনলাইনের মাধ্যমে।