বুদবুদ বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত তুলোর গোডাউন
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ২ডিসেম্বরঃ
ভয়াবহ অগ্নিকান্ডের জেরে আতঙ্ক ছড়ালো বুদবুদ বাজারে। আগুন ভস্মীভূত হয়ে গেল একটি তুলোর গোডাউন। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় বুদবুদ বাজারের একটি তুলোর গোডাউনের দোতলা থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পাওয়া মাত্রই কাঁকসা থেকে দুটি ও পানাগড় সেন আছাউনি থেকে দুটি দমকলের ইঞ্জিন গিয়ে প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি করে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত্য জানা যায়নি। কারন জানতে তদন্ত শুরু হয়েছে।