চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের পরিবর্তে দুর্গাপুরে ৪নং বোরো চেয়ারম্যান হলেন পুরপিতা সুনীল চ্যাটার্জী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ডিসেম্বরঃ
শুভেন্দু ঘনিষ্ট তথা অনুগামী চন্দ্রশেখর বন্দোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের ৪নং বোরো চেয়ারম্যান ছিলেন। দিন কয়েক আগে তিনি বোরো চেয়ারম্যানের পদ সহ দলের বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে বর্তমানে ৪নং বোরো চেয়ারম্যানের পদটি ফাঁকা পড়েছিল। এমতবস্থায় ওই পদের যে সমস্ত দায় দায়িত্ব রিয়েছে সেই সমস্ত কাজ যাতে থেমে না থাকে তাঁর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওই পদের জন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারনে শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৃহস্পতিবার সর্ব সম্মতিতে ওই পদের জন্য ২৯নং ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জীকে মনোনীত করা হল। এদিন ৪২টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে দুর্গাপুর নগর নিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন শ্রমমন্ত্রী। সেই বৈঠকেই সুনীল চ্যাটার্জীর নাম ঘোষণা করা হয়। এরপর এই প্রস্তাবের আইনী স্বীকৃতি দেবেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার।