অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের সৃষ্টি শ্রী মেলা
আমার কথা, দুর্গাপুর, ১৭ জানুয়ারী:
অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই শিল্পাঞ্চলে শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার ওস্তাদ বিক্রম ঘোষের তবলা লহরা সহ তার সম্প্রদায়ের অনুষ্ঠানের মাধ্যমে সিটি সেন্টার সংলগ্ন দুর্গাপুর হাটে এই মেলার সূচনা হবে। তারই বৃহস্পতিবার প্রাক পর্বে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাব্যক্তিরা। এদিন, রাজ্যের মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস ও সৃষ্টিশ্রী মেলা ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি এসব মেলায় বিভিন্ন জেলার মহিলা হস্তশিল্পী ও কারিগরদের শিল্পসামগ্রী বিপণনেও ব্যাপক প্রসার ঘটেছে বলে দাবি করেন তিনি। তার কথায়, বিভিন্ন জেলার প্রান্তিক মহিলা শিল্পী ও কারিগরদের আর্থসামাজিক উন্নয়নে এই মেলার আয়োজন করা হয়। সেক্ষেত্রে দুর্গাপুরের দ্বিতীয় বর্ষের এই সৃষ্টিশ্রী মেলাকে সফল করতে সর্বস্তরের মানুষজনকে আহ্বান জানান মন্ত্রী। মেলার ব্যবস্থাদি প্রসঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য জানান, এই মেলার মোট ৯২ টি ষ্টল রাখা হচ্ছে। রাজ্যের নটি জেলার মহিলা হস্তশিল্পীদের শিল্পসামগ্রী বিপণনের সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। তবে মেলায় সরাসরি অংশ নিতে না পারলেও পুরুলিয়ার ছৌ মুখোশ, উত্তরবঙ্গের মুখা সহ বিভিন্ন জেলার শিল্প সামগ্রী বিপণনের ব্যবস্থাও রয়েছে এই মেলায় বলে তিনি জানান। একইসঙ্গে মেলায় আগত মানুষজনের মনোরঞ্জনের স্বার্থে নামিদামি শিল্পীসমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। একইসঙ্গে এই মেলায় নাচ গান বা আবৃত্তির জগতে প্রতিভাবান স্থানীয় শিল্পী সহ লোকশিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পাবেন বলে জানান তারা। দূরদূরান্ত থেকে আসা মানুষজনেদের যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায় বলে জানান প্রশাসনের কর্তাব্যক্তিরা।