কাঁকসায় তৃণমূল কর্মীদের উপর তির ধনুক নিয়ে চড়াও আদিবাসীরা, বাইক ভাঙচুর
আমার কথা, কাঁকসা, ১১ জুলাই:
মঙ্গলবার সকালে থেকে কাঁকসার বিডিও অফিস সংলগ্ন নির্বাচন গণনা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গণনার কাজ শুরু হলেও বেলা বাড়তেই ফের উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ আচমকা, সিপিএম সমর্থকরা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তির ধনুক নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। বেশ কয়েকটি মোটরসাইকেল ও স্কুটি ভাঙচুর করার পাশাপাশি বেশ কয়েকজনকে মারধর করে বলে তৃণমূলের অভিযোগ।
ঘটনাস্থলে কাঁকসা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে গোটা এলাকা ঘিরে নেয়। কেন্দ্র বাহিনীর জওয়ানরা।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম হেরে যাওয়ার। নির্বাচনী এজেন্ট দের পুলিশের ঘেরাটোপে বাড়ি পাঠানোর ব্যবস্থা করার পুলিশ।