বিজেপির জেলা সভাপতির পলাতক ভাইপোর বাড়িতে আদালতের সমন
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৮নভেম্বরঃ
লক্ষন ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে তাদের দলের এক কর্মীর নাবালিকা মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ ও মোবাইলে তার ভিডিও করে হুমকি এই অভিযোগ এনেছিলেন নাবালিকার বাবা প্রায় ছয় মাস আগে, আর নিয়ে থানাতে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারপর থেকে কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত সহদেব ঘোড়ুই ফেরার আর তাঁকে আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই প্রেক্ষিতে আজ অর্থাৎ রবিবার দুর্গাপুর আদালতের নির্দেশ মতো কাঁকসা থানার পক্ষ থেকে সহদেব ঘোড়ুইয়ের বাড়িতে বিজ্ঞপ্তি লাগানো হয় যে একমাসের মধ্যে সহদেব ঘোড়ুই যেন আদালতে হাজির হয় ‘ নচেৎ তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে চলছে আদালত।
এই ঘটনার পেছনে রাজনৈতিক মদত রয়েছে বলে মনে করছেন সহদেব ঘোড়ুইয়ের দাদা, যদিও ওই নাবালিকার বাবা অভিযুক্ত শাস্তির দাবি রাখছেন এবং বিজেপি করা সত্ত্বেও দলের কাছে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ জানান। বলেন তার বদলে তিনি দলের থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন। যদিও প্রশাসনের থেকে ন্যায্য বিচার পাবে বলে সম্পূর্ণ ভাবে আশাবাদী তিনি।
এদিকে কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সী বলেন বিজেপি দলটাই দুষ্কৃতীদের দল।