দুর্গাপুরে গরু পাচার? বিতর্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ ডিসেম্বরঃ
গরু পাচার মামলায় আজ আসানসোল জেলা আদালত থেকে বীরভূম আদালতে নিয়ে যাওয়া হল মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। একদিকে যখন সিবিআই অনুব্রত মণ্ডলকে নিয়ে গরু পাচার মামলায় ব্যস্ত তখন পাশাপাশি অন্যদিকে দুর্গাপুরে গরু পাচারের অভিযোগ তুলে সরব হল বিজেপি। সোমবার রাতে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন খাটালে পাঁচটি গাড়ি বোঝাই গরু আটকে বিক্ষোভে সামিল হয় বিজেপির যুব মোর্চার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। পাঁচটি গাড়িকে আটক করে পুলিশ।
তারই পরিপ্রেক্ষিতে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পাঁচটি গাড়িতে ৩১ টি গরু ও ৬টি মোষ ছিল। অধিকাংশ গরুর বৈধ কাগজ রয়েছে। গরুগুলি বিহার থেকে কিনে নিয়ে বর্ধমান ও কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুরে দিন দুয়েকের জন্য তারা বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। পাশাপাশি যারা এই ধরনের হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলেছেন ঘাটাল মালিক। তাদের অভিযোগ পেলে ও আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের পক্ষ থেকে ওই গরুগুলি বৈধ বলে যে দাবি করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফে। গরুগুলি বিহার থেকে যে দুটো রাজ্য পার করে নিয়ে আসা হচ্ছিল তার জন্য কোনো বৈধ অনুমতিপত্র রয়েছে কিনা, দ্বিতীয় প্রশ্ন, জীবিত গবাদি পশু নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ অনুমতি দরকার সেই অনুমতিপত্র আছে কিনা আর তৃতীয় প্রশ্ন হল দুর্গাপুরের যে খাটালে গরুগুলিকে নামানো হচ্ছিল যেই খাটাল করার জন্য বৈধ কোনো অনুমতি তাদের রয়েছে কিনা। এই তিনটি বিষয় যদি সর্ব-সমক্কে প্রশাসনের পক্ষ থেকে বিজেপিকে দেখানো হয় তাহলে তারা মেনে নেবে যে প্রশাসন কোনো অবৈধতাকে আড়াল করছে না।