সিপিআইএমের প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, কাঁকসা, ১৬ জুন:
সিপিআইএম প্রার্থীদের বাড়িতে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার বিদবিহার এবং গোপালপুর অঞ্চলে।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয় শাসক এবং বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। বৃহস্পতিবার কাঁকসার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন শাসক এবং বিরোধী দলের নেতাকর্মীরা। বামেদের দাবি তারা ৯৯ শতাংশ মনোনয়নপত্র জমা করেছেন।
শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর মন্ডল অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে কাঁকসার বিদবিহার অঞ্চলে তিনজন প্রার্থীর বাড়িতে গিয়ে তাদের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়।
পাশাপাশি গোপালপুর অঞ্চলের বামুনাড়ায় এক প্রার্থী এবং বাঁশকোপা অঞ্চলের এক প্রার্থীর প্রস্তাবককে প্রার্থী প্রত্যাহার করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ।
এই বিষয়ে তারা শুক্রবার মলানদিঘি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন জমা দেবেন বলে জানিয়েছেন, যাতে কাঁকসা ব্লকে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়।
যদিও তৃণমূলের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করে কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জির অভিযোগ, প্রচারের আলোয় আসার জন্য তারা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। কারণ তৃণমূল যদি তাদের প্রার্থী প্রত্যাহার করতেই বলে তাহলে ৯৯% মনোনয়ন পত্র তারা জমা দিল কিভাবে। বর্তমানে বামেদের কোন অস্তিত্ব নেই।
তারা অস্তিত্ব সংকটে ভুগছে সেই কারণে প্রার্থীদের প্রচারের আলোয় আসার জন্য তারা মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে।