অপরাধ ছাপ্পা ভোট আটকানো, দুর্গাপুরে সিপিএমের পোলিং এজেন্টের উপর হামলা
আমার কথা, দুর্গাপুর, ৫ জুনঃ
অপরাধ ছিল ছাপ্পা ভোট আটকানো আর সেই অপরাধে সিপিএমের এক এজেন্টের উপর আক্রমণের ঘটনায় উত্তাল হল শহর দুর্গাপুর। ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ালো শাসক দলের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন রোড এলাকায়।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। এদিন রাতেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠল। প্রথম ঘটনাতি ঘতেছে দুর্গাপুরের ৩ নং ওয়ার্ডের বি-জোনের আইনস্টাইন রোড এলাকায়। ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধাম সভা কেন্দ্রের ডিআইভি স্কুলের ৭৯ নম্বর বুথে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত, সেই দিন বেশ কিছু অচেনা মুখ ভোট দিতে এসেছিল বেশ কিছু লোকজন, অভিযোগ, সেই দিন শুধু মাত্র বুথ স্লিপ দিয়ে ঐ লোকজন এসেছিলো ভোট দিতে, আর এর প্রতিবাদ করেছিলেন প্রসূন পালিত, আটকে দিয়েছিলেন ছাপ্পা ভোট, সেইদিন থেকেই টার্গেট ছিল প্রসূন পালিত, ভোট না দিয়েই ফিরে যেতে হয় ঐ লোকজনদের। আর এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হওয়ার পর রাতেই সিপিআইএমের ঐ পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা,প্রসূন বাবু ও তার পরিবারের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, সেইদিন ছাপ্পা ভোট রুখে দেওয়াতেই তার ওপর এই আক্রমণ, এখন গোটা পরিবার প্রাণ সংশয়ে ভুগছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। সিপিএমের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।