আসানসোলে ৭৯ নং ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২ ফেব্রুয়ারীঃ
নির্ধারিত সময়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসানসোল পুরসভার নির্বাচন শুরু হলেও সকাল গড়াতে না গড়াতে বিক্ষিপ্ত ঘটনার খবর আসতে শুরু করে। আসানসোল পুরসভার ৭৯ নং ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠ্র।
ওই ওয়ার্ডের শান্তিনগরে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠছে ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী টিনা দে কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। হুমকিও দেওয়া হয়। ১১৭, ১১৮,১১৯ ও ১২০ নং বুথে মুখ বেধে ৫০-৬০ জনের একটি দলের দাপাদাপির অভিযোগও আনা হচ্ছে সিপিএমের তরফে।