বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, বিক্ষোভ, অবরোধ
আমার কথা, অন্ডাল, ১৭ আগস্ট:
বাইকের ধাক্কাতে সাইকেল আরোহীর মৃত্যু। ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে।
শুক্রবার বেলা তিনটে নাগাদ সাইকেলে করে বাড়ি ফিরছিলেন অন্ডাল পঞ্চায়েতের দীর্ঘ নালার বাসিন্দা উজ্জ্বল মন্ডল (৫৫)। সে সময় একটি বাইক সজোরে সাইকেলে ধাক্কা মারলে গুরুতর জখম হন উজ্জ্বল বাবু। তড়িঘড়ি আহত উজ্জ্বল বাবুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বাবুর মৃত্যু হয়। ময়না তদন্তের পর শনিবার দুপুরে মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। আর্থিক ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে অন্ডাল রেলস্টেশন থেকে অন্ডাল মোড় আসার রাস্তায় (দীর্ঘ নালাতে) মৃতদেহ নামিয়ে রেখে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ ও অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বাউরির মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। প্রধান সরস্বতী বাউরী জানান মৃত উজ্জ্বল মন্ডল দিন মজুরের কাজ করতেন। পরিবারটি খুবই গরীব তাই আর্থিক ক্ষতিপূরণ ও সেই সাথে যান নিয়ন্ত্রণের জন্য রাস্তাতে বাম্প তৈরি করার দাবি জানিয়েছে স্থানীয়রা।