বিপজ্জনকভাবে ঝুলছিল তার, হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩১জানুয়ারীঃ
বিদ্যুতের তার সরিয়ে কাঁকসা রোডের যান চলাচল স্বাভাবিক করলো কাঁকসা থানার পুলিশ। বিপজ্জনক অবস্থায় কাঁকসা রোডে ঝুলছিল বিদ্যুতের তার। ঝুঁকি নিয়ে সেই রাস্তায় চলাচল করছিলেন সাধারণ মানুষ।
জাতীয় সড়কের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পানাগড় বাইপাসের দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকার কারণে অধিকাংশ বোলপুর থেকে কলকাতাগামী কিংবা কলকাতা থেকে বোলপুরগামী সমস্ত গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করছে। বড় বড় লরি চলাচলে ওই রাস্তায় বিদ্যুতের তার অধিকাংশ জায়গায় ছিঁড়ে যায়। রাস্তার উপরেই বিপজ্জনকভাবে ঝুলছিল বিদ্যুতের তার। প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করছিলেন সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হলেও ঘটনার কয়েক ঘণ্টার পার হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোন দেখা মেলেনি বলে অভিযোগ।
দ্রুত ব্যবস্থা না হলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আন্দোলনে নাম্বার হুঁশিয়ারিও দিয়েছিলেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। উদ্যোগ নিয়ে ঝুলন্ত তার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।