কলকাতায় কর্মস্থল থেকে দুর্গাপুরের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭ ডিসেম্বরঃ
কলকাতার বাঁশদ্রোনির একটি হোটেলের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার। পুলিস জানিয়েছে, মৃতের নাম
সুমন্ত ঘোষ। তিনি দুর্গাপুরের স্টিল টাউনশিপের ভারতী রোডের বাসিন্দা।
পুলিস মধ্যেমে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে খবর আসতেই শোকের ছায়া নামে এলাকায়। দুর্গাপুর নগর নিগম এর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার ওই বাড়িতে আসেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান l
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোনির হোটেলের সামনে সুমন্ত ঘোষ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনি কলকাতায় কাজে এসেছিলেন বলে জানা যাচ্ছে। ওই হোটেলের ৪০১ নম্বর রুম থেকে হঠাৎই ওই যুবক পড়ে যায় বলে সিসিটিভিতে স্পষ্ট বলে পুলিশ সূত্রে খবর। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ। দুর্গাপুরের সুমন্তর রহস্যময় মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেম দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার মঙ্গলবার। এদিন সকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ফুট এলাকায়, সুমন্তর শশুরবাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে আসেন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, সান্তনা দেন সুমন্ত ঘোষের স্ত্রীকে, দেন পাশে থাকার বার্তা। খবর পেয়ে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তর শশুরবাড়িতে, কথা বলেন পরিবারের সাথে। দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী রোডে থাকতেন সুমন্ত, মাস ছয়েক হলো কলকাতায় একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেম সুমন্ত ঘোষ।