কে ডেকে নিয়ে গিয়েছিল? নিখোঁজ পাত্রের রহস্যজনক মৃত্যু
আমার কথা, আসানসোল, ২৮ জানুয়ারি:
বিয়ের দিন সকাল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল পরিত্যক্ত এক কুয়ো থেকে ঘটনাটি বারাবনি বিধানসভার জামগ্রাম পঞ্চায়েতের জামগ্রামের।
ঘটনা প্রসঙ্গে জানা যায় চলতি মাসের ২৩ তারিখ জামগ্রামের বাসিন্দা স্বপন দাসের ছেলে সৈকত দাসের বিয়ের দিন স্থির হয়েছিল। সেদিন ভোর বেলায় তাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপরের থেকে তার কোন খোঁজ না মেলায় তার পরিবারের লোকজন বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে জামগ্রাম এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে সৈকত দাসের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে সৈকত দাসের বাবা স্বপন দাসের দাবি তার ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কে সৈকতকে ডেকে নিয়ে গিয়েছিল সেদিন, কেনই বা ডেকে নিয়্র যায়? তার সাথে সৈকতের মৃত্যুর কোনো সম্পর্ক আছে? এই রহস্যজনক মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা নাকি দুর্ঘটনা? এই সকল প্রশ্নের উত্তর জানতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ।