নিখোঁজ যুবকের মৃতদেহ মিললো পরিত্যক্ত ওসিপি থেকে
আমার কথা, অন্ডাল, ৮ মার্চঃ
ধান্ডাডিহি গ্রাম সংলগ্ন জলপ্রকল্পের পাশে পরিত্যক্ত ওসিপি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম জিতেন্দ্র কুমার সিং (৩৪)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে আনা হয় থানাতে। মৃত যুবকের বাড়ি মাধবপুর কোলিয়ারি এলাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ ওই যুবক বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি বলে জানান মৃতের ভাই সত্যেন্দ্র কুমার সিং। তিনি বলেন আজ সকালে মিসিং ডায়েরি করতে থানাতে গিয়েছিলাম । সেখানে পুলিশি জানায় ধান্ডাডিহিতে পরিত্যক্ত ওসিপির জলাশয়ে একটি মৃতদেহ দেখা গেছে। দেহটি জিতেন্দ্র এর বলে শনাক্ত করেন তিনি। যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।