রেললাইনের ধার থেকে ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর:
দুর্গাপুরের এক একাদশ শ্রেণীর ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হল রেললাইনের ধার থেকে। মৃত ছাত্রের নাম বিতান ঘোষ(১৭)। থাকতো দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ গ্রুপ সেন্টারে। বিতান দুর্গাপুর স্টিল টাউনশিপে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলে পড়াশুনা করতোম পাশপাশি সিটিসেন্টারে একটি কোচিং সেন্টারেও।
রেলপুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারে সম্প্রতি পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করায় বুধবার বাড়ি ফেরার পর মায়ের কাছে বকুনি খায় সে। এরপর থেকেই বিতান চুপচাপ হয়ে যায়। বৃহস্পতিবার যথারীতি ফের ওই কোচিং সেন্টারে পড়তে যায় বিতান। সন্ধ্যে ৭টা নাগাদ সেখান থেকে বেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। বিতানের পরিবার থেকে নানা জায়গায় খোঁজ নিলেও বিতানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপরেই আজ সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজের কাছে লাইনের ধারে বিতানের মৃতদেহের সন্ধান মেলে। খবর যায় পরিবারের কাছে। এদিকে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রসঙ্গত: বিতানের পরনে ওই কোচিং সেন্টারের ইউনিফর্ম পরা ছিল। তাহলে কি মায়ের কাছে বকুনি খেয়েই কি আত্মহত্যা করেছে বিতান নাকি এই মৃত্যুর পেছনে আরো অন্য কোনো কারন জড়িয়ে রয়েছে?