রাজবাঁধে জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ উদ্ধার

আমার কথা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার রাজবাঁধ এলাকায়।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ স্থানীয়রা কাঁকসার রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ দুপুর ৩টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের অনুমান কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মারার ফলে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্য হয়।
কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালায়।