দুর্গাপুরে শ্যালকের বিয়েতে এসে মর্মান্তিক মৃত্যু জামাইবাবুর
আমার কথা, দুর্গাপুর, ২৭ নভেম্বর:
শ্যালকের বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল নিরানন্দে। সানাইয়ের সুর বুজে গেল নিথর দেহটি দেখে। জল সইতে নেমে সেই জলেই ডুবে মৃত্যু হল জামাইবাবুর। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হয়ে রইল শিল্পাঞ্চল দুর্গাপুর।
দুর্গাপুরের ফুলঝোড়ের বাসিন্দা স্বপন কুমার সামন্তের ছেলে দেবমিতের বিয়ে স্থির হয়েছিল বর্ধমানের দক্ষিণ দামোদরের পলাশন গ্রামে। আজ অর্থাৎ সোমবার ছিল বিয়ের দিন। ভাইয়ের বিয়েতে শিলিগুড়ি থেকে এসেছিল দিদি দেবস্মিতা কুন্ডু ও জামাইবাবু কৌশিক কুন্ডু(৪২)। এদিন ভোর ৫টা নাগাদ স্থানীয় শঙখবাঁধ পুকুরে আত্মীয়রা মিলে জল সইতে গেছিলেন দিদি জামাইবাবু ও বাবা। আচমকাই স্ত্রী দেবস্মিতাকে জলে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেন কৌশিক। মেয়ে জামাইকে তলিয়ে যেতে দেখে এরপর ঝাঁপ দেন বাবা স্বপন সামন্ত। মেয়েকে উদ্ধার করতে পারলেও জামাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর আত্মীয়দের দীর্ঘ চেষ্টার পর কৌশিককে উদ্ধার করা হয়। অসুস্থ হয়ে পড়েন স্বপনবাবু। দুজনকেই বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক কৌশিককে মৃত বলে জানান। হাসপাতালে ভর্তি করা হয় স্বপনবাবুকে।