লাউদোহায় বজ্রাঘাতে মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮মেঃ
বাংলায় বৈশাখ মাস পড়তে না পড়তেই প্রায় দিনই কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে আছড়ে পড়ছে। তবে এতদিন সেই ঝড় বৃষ্টির দাপটে এত দিন সামান্য ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চল দুর্গাপুর সহ সংলগ্ন এলাকাগুলিতে। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির দাপটে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘতে গেল, যার মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটে গেল ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত জামগরা গ্রামে। মৃতের নাম উদয় রুইদাস(৪২)। বজ্রাঘাতে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের প্রাথমিক অনুমান।
মৃতের ভাই আনন্দ রুইদাস জানান যে, গতকাল উদয়বাবু সন্ধ্যে নাগাদ তাদের বাড়ি সংলগ্ন একটি পুকুরের দিকে গেছিলেন। ঠিক তারপরেই প্রবল ঝট বৃষ্টি হয়। রাত প্রায় ৮টা পর্যন্ত্য তিনি বাড়ি না ফেরায় চিন্তিত পরিবারের সদস্যরা পাড়ার কয়েকজনকে সাথে নিয়ে তাঁকে খুঁজতে বেরিয়ে দেখেন পুকুরের ধারে উদয়বাবুর নিথর দেহ পরে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোয় হয় উদ্যবাবুর দেহ।