দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশুর মৃত্যু, চরম উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ৩ সেপ্টেম্বর:
দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। চিকিৎসায় গাফিলতির কারনে দু বছরের শিশুটির মৃত্যু হয়েছে, এই অভিযোগে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার পরিজনেরা। পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি বিক্ষুব্ধদের।
সোমবার বিকেলে দুর্গাপুরের ৪১ নং ওয়ার্ডের রেলকলোনী এলাকায় কয়েকটি শিশু খেলা করছিল। সেই সময় তিনটি শিশুকে মৌমাছি কামড়ায়। মৌমাছির কামড়ে আক্রান্ত শিশুদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে বছর দুয়েকের বর্ষা রায়ের অবস্থা খুবই সঙ্কটজনক ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বর্ষার মৃত্যু হয়েছে৷ অথচ হাসপাতালের ভিতর ঢুকে বর্ষাকে দেখতে পায়নি তার পরিবার বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বর্ষার পরিজনেরা৷ চিকিৎসকদের সাথে বচসা শুরু হয় বিক্ষুব্ধদের। নার্সরা দুর্ব্যবহার করেছে মৃত শিশুর পরিবারের সাথে, অভিযোগ তুলে তাদের ধাওয়া করে পরিজনেরা। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে হাসপাতালে পৌঁছোয় নিউটাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষুব্ধরা। পুলিশের সাথেও ধ্বস্তাধস্তি হয়। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানানো হয়। যদিও এ বিষয়ে হাসপাতালের সুপার ডা: ধীমান মন্ডল তদন্তের আশ্বাস দিয়েছেন।