দুর্গাপুরে পুকুরে বিষক্রিয়ায় মাছের মৃত্যু, অন্তর্ঘাত?
আমার কথা, দুর্গাপুর, ১৩ জানুয়ারী:
টেন্ডার শেষ আর তারপরেই পুকুরের জলে শ’য়ে শ’য়ে মাছ ভেসে উঠল। তবে কোনোটাই জ্যান্ত নয়। পুকুরের সমস্ত মাছ ও সাপ মারা গেছে আর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এই মাছেদের। এখন প্রশ্ন উঠছে তাহলে কি দ্বিতীয়বার টেন্ডার না পাওয়ার বলি হল মাছগুলো নাকি পুরোটাই কাকতালীয়?
দুর্গাপুর নগর নিগমের ১৮ নং ওয়ার্ডের জলখাবার গলিতে রয়েছে ওই পুকুরটি। পুরনিগমের আওতাধীন এই পুকুরটি এতদিন টেন্ডারের মাধ্যমে মাছ চাষ করার বরাত পেয়েছিলেন তৃণমূল নেতা বিপ্লব বিশ্বাস। ডিসেম্বর মাসে সেই টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন টেন্ডারের মাধ্যমে পুকুরটির বরাত পান বেনাচিতির এক ব্যবসায়ী ভোলা ভগত। আজ সোমবার সকালে দেখা যায় পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে জলে ভাসছে। শুধু তাই নয় পুকুরের সাপ ব্যাঙেরও মৃত্যু হয়েছে। খবর চাউড় হতেই পুকুর পাড়ে ছুটে আসেন স্থানীয়রা৷ খবর পেয়ে আসেন পুরসভার আধিকারিকরা।
অভিযোগের আঙুল উঠছে বিপ্লব বিশ্বাসের দিকে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী বলেন, দুটি কারনে পুকুরের মাছ মারা যায়। এক যদি জল ভেপে যায় তাহলে আর নয়ত জলে যদি বিষক্রিয়া হয় তাহলে। এই পুকুরের জলে ঘাম তেল ভাসতে দেখা গেছে। সম্ভবত: এর থেকেই বিষক্রিয়া হয়ে গেছে। আর এই তেল যদি কেউ ইচ্ছাকৃত মেশায় তাহলে এর থেকে বড় অপরাধ কিছু নেই। অপরাধীকে চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব বিশ্বাস। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। পুকুরের ধারের হোটেল থেকে নোংরা পুকুরে পড়ে তার থেকে বিষক্রিয়া হয়েছে।